ছ্যাকা খেয়ে একা হয়ে ব্যাকা হওয়া মেয়েদের জন্যে (ফানপোস্ট নহে, নারী সহব্লগারদের কার্যকরী টিপস ) 
আজকাল যেখানেই যাই দেখি মানুষ প্রেমরোগে আক্রান্ত। ফেসবুক, ইমেইল, টুইটার, বন্ধুর বিয়ে, কলেজ পিকনিক আরও কত কি। যত প্রেম তত ছ্যাকা। আমার কাছের অনেক বন্ধুই ছ্যাকারোগে আক্রান্ত। তাদের সামলাতে সামলাতে মনে হল আইডিয়াগুলো ব্লগের ছ্যাকাপ্রাপ্ত বোন, বান্ধবীদের সাথেও শেয়ার করা উচিৎ। তো লিখে ফেললাম।
প্রথমত ছ্যাকা কত প্রকার ও কি কি?
১) প্রপোজ ছ্যাকা: এই ধরনের ছ্যাকায় প্রপোজ করা মাত্র অপরজন আপনাকে কঠোরভাবে অথবা মিষ্টি করে বলবে সম্ভব না। এই ধরনের ছ্যাকা বেশিরভাগ সময় ছেলেরাই খায়। তবে আজকালকার যুগে মেয়েরও অনেক এক্সপ্রেসিভ। তারা মনের কথা অবলীলায় বলে প্রপোজ করে ছ্যাকা খাচ্ছে।
২) ভুল করেছিলাম: অনেক ছেলে প্রথম প্রথম কিছু না ভেবে চেহারা দেখে, মিষ্টি কথা শুনে প্রপোজ করে বসে। কিন্তু সম্পর্কের কয়েক মাসের মাথায় মনে হয় এই মেয়েটাতো আসলে আমার মনের মতো না। ছেলেটা হঠাৎ করে দেখে আগে যার কথা সারাক্ষন ভাবতে ভাল লাগত তার ভাবনাগুলোই আজ বিরক্তি লাগছে। আগে যাকে বারবার ভালবাসি বলতে ভাল লাগত এখন তারই মুখে ভালবাসি শব্দটা মিষ্টি লাগছে না! অনেক চেষ্টা করেও আর আগের আবেগ আসছে না। ছেলেটার মনের এই দ্বিধা মেয়েটা একসময় গভীর বিস্ময়ে উপলব্ধি করে। উপায়হীন মেয়েটা তখন আস্তে আস্তে ছেলেটার থেকে দূরে সরতে সরতে প্রচন্ড কষ্ট পায়। অনেকটা মোমবাতি ধীরে ধীরে জ্বলতে জ্বলতে যে কষ্ট পায় সেই কষ্ট। ছেলেটার এক সেকেন্ডের ভুল আর মেয়েটার সারাজীবনের কান্না!
৩) অন্য নারী: এই ছ্যাকায় আপনি আবিস্কার করবেন আপনার "সে" আপনাকে যা বলে অন্য একজনকেও একই কথা বলে। আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে, আপনাকে ছাড়া মরে যাবে, আপনাকে প্রেমিকা না বউয়ের মতো দেখে এমনকি মেয়ে হলে মুন্নি আর ছেলে হলে মুন্না এই কথাটাও অন্যকাউকে বলেছে। ফেসবুকে অন্য কারও সাথে ক্লোজ হয়ে কথা বলছে, ছবি দিচ্ছে। এসময়ে আপনি ভাবতে থাকবেন কি আছে ঐ মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? আপনার সেল্ফ রেসপেক্ট, কনফিডেন্স জিরো হয়ে যাবে। এই ছ্যাকাটা সবচেয়ে মারাত্মক, কেননা এই ছ্যাকায় নিজের ভালবাসাকে হারানোর কষ্ট তো থাকেই। কিন্তু তার সাথে সাথে নিজের কাছেও নিজেকে অনেক ছোট হয়ে যেতে হয়।
ছ্যাকা খাওয়ার পরে করনীয়:১) বারবার আশা নিয়ে ফেসবুকে লগইন করে নোটিফিকেশন চেক, ফোন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা একটা কলের আশা করা বন্ধ করুন। প্রথমে নিজের মনের মধ্যে মেনে নিন সে আর ফিরে আসবে না। আপনি প্রতিটা সেকেন্ড তার কথা ভাবছেন কিন্তু সে শান্তি মনে অন্যকিছু বা কাউকে নিয়ে ব্যস্ত। আপনি রাতে যন্ত্রনায় ঘুমাতে পারছেন না কিন্তু সে রাত কাবার করে সকাল পর্যন্ত আনন্দে ঘুমাচ্ছে। এই অবহেলা, অপমান এবং কষ্টটাকে মেনে নেওয়া কষ্ট নির্মূলের প্রথম পদক্ষেপ।
ফোন, ফেসবুক, হোয়াটসএপ এবং আর যাতে যাতে তার সাথে চ্যাট হত তা ডিলেট করে তাকে ব্লক করে দিন। কেননা সেগুলো থাকলে আপনি বারবার পড়বেন আর কষ্ট পাবেন। তার সব ছবি ডিলেট করুন। বিশেষ করে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যেটা দিয়ে রেখেছেন সেটা। এসব করতে হাত কাপবে, একটা ছোট ক্লিক অনেক ভারী পাথর ওঠানোর মতো কঠিন মনে হবে। কিন্তু সব ট্যাব একসাথে খুলে নিঃশাস বন্ধ করে ব্লক এবং ডিলেট বাটনটা টিপেই ফেলুন। মনের এক অজানা শান্তি অনুভব করবেন। যে আপনাকে অবহেলা করেছে তাকে ছুড়ে ফেলে দেওয়ার শান্তি।৩) মনতো বলবে গোসল করোনা, খেওনা, কিন্তু মনের কথা শুনেই তো প্রেম করেছিলেন। তাই এবার ব্রেইনের কথা শুনে শরীরটাকে টানতে টানতে নিয়ে গোসল করুন, সুন্দর পোষাক পড়ুন, ভালো পারফিউম মাখুন। গাড়ো করে কাজল দিন, ম্যাচিং করে টিপ পরুন। আর ভালো কোন রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খান, পেট ভরে খান, ডেসার্টও বাদ দেবেন না। গলা দিয়ে নামবে না সহজে কোন খাবার কিন্তু গল্প করতে করতে আস্তে আস্তে সব খেয়ে নিন।
৪) নিজেকে আয়নার দিয়ে তাকিয়ে বলুন "I am young, I am beautiful. I am smart. I deserved something better! I am lucky that he is gone. বলেই কান্নায় ভেংগে পরুন। না না চেষ্টা করতে হবে না, চেষ্টা না করলেও he is gone বলার সময় কান্না ঠিকই চলে আসবে। যেটা অনেক ভাল কেননা কাদলে বুক হালকা হবে, নাহলে গোমট হয়ে থাকা কষ্টগুলো বাড়তেই থাকবে।
৫) দূরে কোথাও ঘুরে আসুন ফ্যামিলি অথবা বন্ধুদের নিয়ে। এখানে একটা কথা, অনেকে প্রেমের কারনে ফ্যামিলি, ফ্রেন্ডদের ইগনোর করে দূরে সরে যায়। কিন্তু লজ্জা পাবেন না। নির্লজ্জের মতো সরি বলুন। বলুন এখন বুঝতে পেরেছেন আসলে কে আপন। গ্যারান্টি দিয়ে বলছি এতেই আপনজনদের মন গলে যাবে। তারা অনেক খুশি মনেই আপনাকে সামলানোর কাজে লেগে যাবেন।
৬) নিজেকে ছোট ভাববেন না। অনেক মেয়েই আছে যারা প্রেমিক ছেড়ে চলে যাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা আয়নার দিকে তাকিয়ে ভাবে আমি কি সুন্দর না? আর যে মেয়েগুলোর চেহারা নিয়ে আগে থেকেই কোন কারনে হীনমন্নতা ছিল তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। নিজের প্রতি বিশ্বাস বাড়ান। যে ছেলে ধোকা দিয়ে অন্য কোন মেয়ের কাছে যেতে পারে তার কোন কারন লাগেনা। হলিউডের সুন্দরী নায়িকাদের সাথেও তো এরকম হয়। এটা আপনার কোন ভুলের কারনে হয়নি, মেনে নিন প্রচন্ড খারাপ একটা ছেলেকে ভালবেসেছিলেন। আপনার চেহারা অসুন্দর না, ছেলেটার মন অসুন্দর!
৭) রাতে গলা ছেড়ে কাদুন, না কাদলে প্রতিটা গোমট ভাবে সে মিশে থাকবে। কিন্তু সকাল হতেই আবার ফ্যামিলি, ফ্রেন্ড, পড়াশোনা। মন ভাংলে সবচেয়ে যে জিনিসটার ক্ষতি হয় সেটা হচ্ছে পড়াশোনা। অনেক সেমিস্টার ড্রপ দেয়, ল্যাব/এসাইনমেন্ট জমা দিতে ভুলে যায়, পরীক্ষায় খারাপ করে। তাদেরকে বলব what the hell are you doing girl? সবচেয়ে জরুরি হচ্ছে পড়াশোনা এবং একটা ফালতু ছেলে যে আপনার ভালবাসার মর্যাদা দিতে পারেনি তার জন্যে ক্যারিয়ার নষ্ট করার মানে আছে? এর চেয়ে পড়াশোনায় আরো ডুবে গিয়ে শয়তানটাকে ভোলার চেষ্টা করুন।
সমাপ্ত
For girls who are lonely and lonely after being cheated on (not a fun post, but effective tips for fellow female bloggers) :)
Nowadays, wherever I go, I see people suffering from love sickness. Facebook, email, Twitter, friend's wedding, college picnic and so on. The more love, the more cheats. Many of my close friends are suffering from love sickness. To help them cope, I felt that I should share the ideas with the cheated sisters and girlfriends of the blog. So I wrote it down.
First of all, how many types of cheats and what are they?
1) Propose cheat: When you propose in this type of cheat, it is not possible for the other person to speak harshly or sweetly to you. This type of cheat is mostly done by boys. However, in today's era, girls are also very expressive. They are getting cheated on by speaking their minds and proposing.
2) I made a mistake: Many boys propose without thinking anything at first, just by looking at the face and hearing sweet words. But after a few months of the relationship, it seems that this girl is not really what I want. Suddenly, the boy sees that the thoughts of the person I used to like thinking about all the time are annoying today. The person I used to like to say I love you over and over again now doesn't feel sweet on his lips! Despite trying hard, the previous emotions are no longer coming. The girl realizes this dilemma in the boy's mind with deep surprise. The helpless girl then slowly moves away from the boy and feels great pain. It's like the pain of a candle slowly burning out. A second's mistake of the boy and a lifetime of tears for the girl!
3) Other woman: In this story, you will discover that your "he" says the same thing to another person. You are the most beautiful girl in the world, he will die without you, he sees you as a lover or a wife, and even said this to someone else. He is talking to someone else on Facebook and sharing pictures. During this time, you will be wondering what is there in that girl that I don't have? Your self-respect and confidence will be zero. This is the most serious blow, because in this blow, there is the pain of losing your love. But along with that, you also have to become very small to
yourself.Things to do after cheating:
1) Stop logging into Facebook with hope, checking notifications, holding your phone in your hand, expecting a call for hours. First, accept in your mind that he will not come back. You are thinking about him every second, but he is busy with something or someone else in peace. You cannot sleep at night in pain, but he sleeps happily until morning. Accepting this neglect, humiliation and pain is the first step to eliminating pain. Delete your phone, Facebook, WhatsApp and other things that you used to chat with him and block him. Because if you have them, you will read them again and again and feel pain. Delete all his pictures. Especially the ones you have put in the background of your computer. Doing all this will make your hands shake, a small click will feel like lifting a very heavy stone. But open all the tabs together, stop breathing, and press the block and delete buttons. You will feel an unknown peace of mind. The peace of throwing away the person who neglected you.
3) Your mind will tell you not to bathe, not to eat, but you fell in love by listening to your mind. So now listen to your brain and take a bath, wear nice clothes, apply good perfume. Apply dark kohl, wear matching shoes. And eat with friends at a good restaurant, eat to your full stomach, don't skip dessert. No food will go down your throat easily, but eat it all slowly while talking.
4) Look at yourself in the mirror and say "I am young, I am beautiful. I am smart. I deserved something better! I am lucky that he is gone." Say this and burst into tears. No, no, you don't have to try, even if you don't try, the tears will come when you say he is gone. Which is very good because crying will lighten your chest, otherwise the pain that has become pent up will continue to increase.
5) Go somewhere far away with your family or friends. Here's a thing, many people ignore their family and friends and move away because of love. But don't be ashamed. Say sorry like you're ashamed. Say that you now understand who you really are. I guarantee that this will melt the hearts of your loved ones. They will be very happy to work with you.
6) Don't think of yourself as small. There are many girls who spend hours looking in the mirror after leaving their boyfriends and wondering, "Aren't I beautiful?" And girls who already have low self-esteem for some reason get worse. Build your self-confidence. There is no reason for a boy to cheat on another girl. This happens to beautiful Hollywood actresses too. It wasn't your fault, accept that you loved a very bad boy. Your face is not ugly, the boy's mind is ugly!
7) Cry at night, if you don't cry, he will be confused about every little thing. But in the morning, it will be family, friends, and studies again. The thing that is most damaged when your mind is broken is your studies. Many drop semesters, forget to submit labs/assignments, and fail exams. I will tell them what the hell are you doing girl? The most important thing is your studies and is there any point in ruining your career for a stupid boy who couldn't give you the respect you deserve? Instead, immerse yourself more in your studies and try to forget the devil.
No comments:
Post a Comment