Native

Tuesday, April 29, 2025

কে এই ‘ভাইরাল গার্ল,, Insurance car insurance quotes, life insurance,,Law / Legal Services mesothelioma lawyer, accident attorney

 

👇




কে এই ‘ভাইরাল গার্ল’ মনিকা কবির

বেশ কিছুদিন ধরে ঢাকার রাস্তায় অদ্ভুত সব কর্মকাণ্ড করে ভাইরাল রুশ তরুণী মনিকা কবির। কখনো হাঁটছেন, কখনো দৌড়াচ্ছেন, কখনোবা নাচছেন। কখনোবা হাতভর্তি ব্যাগ নিয়ে ছুটে বেড়াচ্ছেন গুলশান-বনানীর রাস্তায়, আবার কখনো তাঁকে দেখা যাচ্ছে মেট্রোরেল কিংবা ঢাকার রিকশায়। মনিকার এসব কর্মকাণ্ডে কেউ মুগ্ধ, কেউ বিস্মিত। তবে সবার মনে একই প্রশ্ন—কে এই মনিকা? ২৩ মার্চ দুপুরে তাঁর সঙ্গে সামনাসামনি কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করলেন জাহিদ হোসাইন খান

ঢাকার রাস্তায় অদ্ভুত সব কর্মকাণ্ড করে ভাইরাল রুশ তরুণী মনিকা কবির
ঢাকার রাস্তায় অদ্ভুত সব কর্মকাণ্ড করে ভাইরাল রুশ তরুণী মনিকা কবির
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ঢাকার পথঘাটে সত্যিই অদ্ভুত সব কাজকর্ম করছেন মনিকা কবির। এই তাঁকে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে ছবি তুলতে। এই আবার অচেনা পথচারীর হাতে তুলে দিচ্ছেন রাশিয়ার পতাকা। কখনো ঘুরে বেড়াচ্ছেন রিকশা-ভ্যানে চেপে। আবার কখনো মাথায় ফুলের মালা জড়িয়ে নিচ্ছেন অচেনা কিশোরীর হাতে। আর এসবের ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে তিনি এখন পরিচিত মুখ।

No comments:

Post a Comment