Native

Tuesday, April 29, 2025

বাংলাদেশ রাজনীতি,wallet reviews,Ubersuggest,

 


সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে সার্চ কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে
ছবি: প্রথম আলো

দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির সার্চ কমিটি গঠনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। সাতক্ষীরা পৌর বিএনপির সম্মেলন উপলক্ষে এ সার্চ কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় শহরের নিউমার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ইটাগাছা হাটের সমাবেশে বক্তব্য দেন জেলা

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শের আলী, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির (স্বপন), পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ অন্যরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।মোড়ে এক সমাবেশ করে।

বক্তারা বলেন, বিএনপির সার্চ কমিটিতে যাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের অনেককেই গত ৫ আগস্টের আগে আন্দোলন–সংগ্রামে খুঁজে পাওয়া যায়নি। এমনকি গত ১৭ বছরেও তাঁরা বিএনপির কোনো কর্মসূচিতে ছিলেন না। আওয়ামী লীগের দোসর, চোরাকারবারি ও বিগত দিনে বিএনপির আন্দোলন–সংগ্রামে যাঁদের কোনো ভূমিকা ছিল না, তাঁদের নিয়েই এই সার্চ কমিটি গঠন করা হয়েছে। বক্তারা এ সময় অবিলম্বে এই সার্চ কমিটি বাতিলের জোর দাবি জানান।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রাহমতুল্লাহ পলাশ বলেন, সার্চ কমিটিতে আওয়ামী লীগের দোসরদের নেওয়া হয়েছে বলে যাঁরা মিছিল করেছেন, তাঁরাও সার্চ কমিটিতে আছেন। আর জেলা বিএনপির পক্ষ থেকে কারও নাম অন্তর্ভুক্ত করা হয়নি। বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে নাম নিয়েই সার্চ কমিটি গঠন করা হয়েছে। দলীয় প্রতিপক্ষরা বিতর্ক সৃষ্টির লক্ষ্যে এসব করাচ্ছেন

কে এই ‘ভাইরাল গার্ল,, Insurance car insurance quotes, life insurance,,Law / Legal Services mesothelioma lawyer, accident attorney

 

👇




কে এই ‘ভাইরাল গার্ল’ মনিকা কবির

বেশ কিছুদিন ধরে ঢাকার রাস্তায় অদ্ভুত সব কর্মকাণ্ড করে ভাইরাল রুশ তরুণী মনিকা কবির। কখনো হাঁটছেন, কখনো দৌড়াচ্ছেন, কখনোবা নাচছেন। কখনোবা হাতভর্তি ব্যাগ নিয়ে ছুটে বেড়াচ্ছেন গুলশান-বনানীর রাস্তায়, আবার কখনো তাঁকে দেখা যাচ্ছে মেট্রোরেল কিংবা ঢাকার রিকশায়। মনিকার এসব কর্মকাণ্ডে কেউ মুগ্ধ, কেউ বিস্মিত। তবে সবার মনে একই প্রশ্ন—কে এই মনিকা? ২৩ মার্চ দুপুরে তাঁর সঙ্গে সামনাসামনি কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করলেন জাহিদ হোসাইন খান

ঢাকার রাস্তায় অদ্ভুত সব কর্মকাণ্ড করে ভাইরাল রুশ তরুণী মনিকা কবির
ঢাকার রাস্তায় অদ্ভুত সব কর্মকাণ্ড করে ভাইরাল রুশ তরুণী মনিকা কবির
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ঢাকার পথঘাটে সত্যিই অদ্ভুত সব কাজকর্ম করছেন মনিকা কবির। এই তাঁকে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে ছবি তুলতে। এই আবার অচেনা পথচারীর হাতে তুলে দিচ্ছেন রাশিয়ার পতাকা। কখনো ঘুরে বেড়াচ্ছেন রিকশা-ভ্যানে চেপে। আবার কখনো মাথায় ফুলের মালা জড়িয়ে নিচ্ছেন অচেনা কিশোরীর হাতে। আর এসবের ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে তিনি এখন পরিচিত মুখ।